ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
- অনিরুদ্ধ রনি

একটা রাতকে আজ প্রথম দীর্ঘ রাত মনে হয়েছে,
এর আগে এমন ঘন কালো অন্ধকার রাত আমি দেখিনি,
চোখের পাতা বুঁজলে ভয় করে, বুক থরথর করে কাপে,
কে জেনো আমার পাশে বসে আছে!
এ কে আমি কি বলবো! শ্বাস কেড়ে নেয় নাকী ঘুম কেড়ে নেয়
যে তোমাকে আগেও বহুবার ছুয়ে দেখেছি, স্পর্শ করেছি
সে তোমাকে দেখে নিশ্চয়ই ভয় পাবো না জানি
আমি ভয় পাই কারন তুমি আমায় ভালোবাসো,
এখনও ভয় পাই কারন তুমি আমায় ভালোবাসতে,
এ জন্যেই কি এত বছর পর আবার তুমি এসেছো?
তোমার চোখে এত্ত মায়া অথচ তুমি কতটা ভয়ংকর,
ভয়ংকর তোমায় ভালোবাসা!
তোমার সমাধিতে ফুল দিয়েছি,
তারপর একরাতে কানে কানে বললে ফুল নয়
তোমার সমাধিতে 'মেহেদী' রেখে আসতে
তুমি সেই মেহেদী হাতে আঁকলে
তোমার আর আমার নামের মাঝে যোগ চিন্হ দিলে
আজ তা স্পষ্ট দেখেছি অন্ধকারে
এমন হলে আর ক'টা দিন ভালো থাকবো
তারপর রিহ্যাবে নিতে হবে আমায়
আমি রিহ্যাবে গেলেও দেয়ালে দেয়ালে তোমার আর আমার নামের মাঝে যোগ চিন্হ দিয়ে শেষ লাইনে
লিখবো 'ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি'


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।